আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫৯

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছেন। বুধবার(৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে নতুন এ মদ্রানীতি ঘোষণা করেন তিনি।

ফজলে কবির বলেন, ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতিতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ দশমিক ৮০শতাংশ ধরা হয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পাবলিক সেক্টরে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫ দশমিক ২০ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।
একই সময়ে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno