আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১২:১৪

নববর্ষে স্মার্ট বাংলাদেশদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর

 

দৃষ্টি নিউজ:

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা করেছেন। বাংলা নববর্ষ ১৪৩০ (পহেলা বৈশাখ, শুক্রবার) উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ প্রার্থনা করেন।


সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখি ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।


শেখ হাসিনা বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে। পরিশেষে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুভ নববর্ষ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno