আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১২:৪১

নবম ওয়েজ বোর্ডের ফাইল এখন প্রধানমন্ত্রীর দপ্তরে

 

দৃষ্টি নিউজ:


নবম ওয়েজ বোর্ডের ফাইল এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সংবাদপত্রের সাংবাদিকদের যে বেতন বৈষম্য, এটি কাম্য নয়। এটি দূর করতে হবে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ কথা বলেন তিনি।
তারানা হালিম বলেন, ‘মালিকের স্বার্থ নয়, সাংবাদিকদের স্বার্থ রক্ষা করবে সরকার। বেতন বৈষম্য দূর করা হবে। সুখবর আছে, নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত ফাইল এখন প্রধানমন্ত্রীর দপ্তরে।’​
এ সময় তিনি মন্ত্রণালয়ের আগামি দিনের কর্মসূচি তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করব বাংলাদেশকে বিদেশে তুলে ধরতে। চলচ্চিত্র, বিভিন্ন ডকুমেন্টারিসহ নানা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে বিদেশের মাটিতে ব্র্যান্ডিং করব।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno