আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১০:৩৫

নাগরপুরের আরও সাড়ে দশ হাজার পরিবার এ মাসেই ত্রাণ পাবে

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে এ মাসেই নতুন করে আরও সাড়ে দশ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে।

বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার মোকনা ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলামের উদ্যোগে ও ওয়ালটনের সহায়তায় মোকনা ইউনিয়নের ৪৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম ত্রাণ বিতরণ করেন।

তিনি বলেন, নাগরপুর উপজেলার বন্যা কবলিত প্রতিটি পরিবার সরকারি ত্রাণ সহায়তার আওতায় আসবে। এছাড়া বেশ কিছু বেসরকারি সংস্থা প্রশাসনের কাছে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে।

শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন উপজেলা প্রশাসনের কাছে তিন হাজার বন্যার্ত মানুষকে সহায়তার ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সরকারি ভাবে সাড়ে ৭ হাজার পরিবার ত্রাণ সহায়তা পাবে।

সর্বমোট ১০ হাজার ৫০০ বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে। এছাড়া শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতোয়ার রহমান কোকা, ওয়ালটন প্লাজা নাগরপুর শাখার ম্যানেজার মো. রিপন মিয়া,

আওয়ামীলীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল, আওয়ামী যুবলীগ নেতা একে আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno