আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সন্ধ্যা ৬:০৭

নাগরপুরে ননএমপিও শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে ননএমপিও স্কুল ও কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

জানা যায়, প্রতি শিক্ষক পাঁচ হাজার ও প্রত্যেক কর্মচারী দুই হাজার ৫০০ টাকার প্রণোদনার চেক পেয়েছেন।

করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেকার হয়ে পড়েন। প্রণোদনার এ টাকা কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি নিয়ে আসবে।

প্রণোদনা পাওয়া মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মালেকা ইয়াসমীন প্রণোদনার চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক উপজেলার ননএমপিও স্কুল-কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা পেয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের উপকৃত হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno