আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:৪৭

নাগরপুরে বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

নাগরপুর সংবাদদাতা:


‘দেশের কথা, দশের কথা’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুরে শনিবার(২২ সেপ্টেম্বর) বিকালে বহুল প্রচারিত ও পাঠক নন্দিত ‘দৈনিক বাংলাদেশের খবর’ পত্রিকার ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আযোজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের খবরের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম। দৈনিক বাংলাদেশের খবরের নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. জসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ সুজায়েত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অলক কুমার দাস, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, আব্দুর রাজ্জাক, নেতা লক্ষীকান্ত সাহা, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মো. মন্টু মিয়া, চৌহালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, যায়যায়দিন পত্রিকার নাগরপুর সংবাদদাতা আবু বকর সিদ্দিক, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি সাইফুল হোসেন, নাগরপুর মহিলা অনার্স কলেজের শিক্ষক মো. আলী আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নন্দ দুলাল শীল, নাগরপুর সরকারি কলেজের ভিপি আল মামুন সহ রিপোটার্স ইউনিটির সকল সাংবাদিক ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা সততা ও নিষ্ঠার সাথে দেশের উন্নতি ও বাধা বিঘেœর কথা সঠিক ভাবে পত্রিকায় উপস্থাপনের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই দৈনিক বাংলাদেশের খবর পাঠকের হৃদয় জয় করেছে। এই ধারাবাহিক অর্জনকে ধারণ করে পত্রিকাটি যেন শত শতাব্দী জয়ী হয়। শেষে বর্ষপূর্তির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাঈদা ইয়াসমিন শিউলি ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা মাসুদ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno