আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১০:৩৪

নাগরপুরে ভবন ও ব্রিজের উদ্বোধন

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা সদরের প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবন ও কাউনহলা ব্রিজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।
এ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার আবদুল বাতেন এমপি। বিশেষ অতিথি ছিলেন, প্রানিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আব্দুল হালিম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ডা. মো. শরিফুল ইসলাম, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়জুর রাজ্জাক আকন্দ প্রমুখ।
একই দিন দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে নব নির্মিত কাউনহলা ব্রিজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) কর্তৃক নির্মিত দুই কোটি ৮০ লাখ চার হাজার ২১১.১৫ টাকা ব্যয়ে ভাদ্রা ইউনিয়নের বনগ্রাম বাজার ভায়া সেহরাইল রাস্তায় কাউনহলা নদীর উপর ৮০.১২ মি: ব্রিজের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ব্রিজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, মো. মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুলতান উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান লালনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno