আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:৫৮

নাগরপুরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক ভাবে হেয় করার অভিযোগ

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবধিকার কমিশন উপজেলা শাখার সভাপিত শেখ শামসুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোমবার(৮ জুন) সকালে তিনি নাগরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে ও আমার বড় ভাই অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব শেখ মো. আব্দুল আহাদকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একটি মনগড়া সংবাদটি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত আমার বড় ভাই শেখ আব্দুল আহাদ শতভাগ সৎ। তাঁর কর্তব্যকালে বিভিন্ন মন্ত্রণালয় সহ নাগরপুর উপজেলাবাসী তাঁর নিষ্ঠা ও সততার বিষয়টি অবগত রয়েছেন। আমি রাজনৈতিক ও মানবধিকার কর্মী ছাড়াও আমার নিজ এলাকা কলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছি।

সাধারণ মানুষের ভালবাসা ও সম্মান নিয়েই আমাদের পথচলা। আমাদের সম্মান ও ভাবমূর্তি নষ্ট করতে কথিত দুই সাংবাদিক অভিযোগকারী বিশু মিয়ার দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত মালা বেগম বলেন, ‘প্রায় ১৭ বছর আগে আমার পালক পিতা শেখ মো. আব্দুল আহাদ আমাকে কলিয়া গ্রামের বিশু মিয়ার ছেলে কামরুলের সাথে বিয়ে দেন। সে সময় আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক ছিল। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমার চাচা শ্বশুর আব্দুল জলিল ও আমার পিতার নিকট থেকে টাকা নিয়ে স্বামীকে বিদেশ পাঠাই।

অথচ আমার শ্বশুর বিশু মিয়া সংবাদে উল্লেখ করেছেন ঘোড়া ও ঘোড়ার গাড়ি বিক্রি করে আমার স্বামীকে বিদেশ পাঠায়- যা আদৌ সত্য নয়। মূলত ঘোড়া ও ঘোড়ার গাড়ি আমার চাচা শ্বশুর আব্দুল জলিলের।’

লিখিত অভিযোগে মালা বেগম আরো বলেন, ‘আমার স্বামী অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। মূলত তার দ্বিতীয় স্ত্রীকে স্বীকৃতি দিতে আমার শ্বশুর ও স্বামী আমার উপর অমানুষিক নির্যাতন এবং আমার পালিত পিতা ও তার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান ও ৭ ধারার অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মো. হাবিবুর রহমান, সিপিবি নাগরপুর উপজেলা শাখার সভাপতি খোরশেদুন্নাহার ভূইয়া, বাংলাদেশ মানবধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. মুক্তার হোসেন, কলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. হারুন খান প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno