আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১:০৮

নাগরপুরে সামাজিক দূরত্ব লঙ্ঘনে দুই ব্যবসায়ীর জরিমানা

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক দূরত্ব লঙ্ঘন করায় দুই দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুরের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনাকালে ভাদ্রা বাজারে মজিবর মেডিকেল হলে গণজমায়েত করে সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা ও খোশগল্প করছিল।

তাই মজিবর মেডিকেল হলকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বারাপুষা এলাকায় অনুরূপ অপরাধের জন্য আনিস স্টোরকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

ওই ভ্রাম্যমান আদালত বুধবার (৮ এপ্রিল) উপজেলার ভাদ্রা, ধুবড়িয়া ও বারাপুষা এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালান।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno