আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:৫৩

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের ষষ্ঠতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

জানা যায়, সরকারি কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় নাগরপুর সরকারি কলেজে ২০১৮-১৯ অর্থ বছরে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। ৭ কোটি ৪৪ লাখ ৭৬০ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের কার্যাদেশ পান টাঙ্গাইলের এমএন অ্যান্ড এমএসএইচ (জে.বি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামি ১৮ মাসের মধ্যে ভবনের কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর আকতার হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কুশল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুলতান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno