আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:০১

নিউ ধলেশ্বরী নদী খনন কাজের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) প্রকল্পের(দ্বিতীয় পর্যায়) আওতায় টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে বেলটিয়াবাড়ী নামকস্থানে নিউ ধলেশ্বরী নদীর মুখে ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি।

এ উপলক্ষে নিউ ধলেশ্বরী নদীর মুখে বালুচরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজার) মো. আজিজুল হক, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সুলতান মাহমুদ।

প্রকাশ, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) প্রকল্পের(দ্বিতীয় পর্যায়) আওতায় টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদী মুখ থেকে ভাটিতে তিন কিলোমিটার পর্যন্ত বাপাউবো’র কারিগরী বিভাগ খনন কাজ করবে। ওই খনন কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno