আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:৪৭

নিজের ঘরে শিক্ষার আলো জ্বালাতে হবে :: তাসমিমা হোসেন

 

দৃষ্টি নিউজ:

সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত দেশ গড়তে শুরু থেকেই নিজের ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে প্রতিটি শিক্ষার্থীকে দেশের জন্য বড় হতে হবে বলে মন্তব্য করেছেন বহুল প্রচারিত জাতীয় দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি (পিপিএম) হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, বিশিষ্ট সমাজসেবী জয়ন্তী রায়, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দু সাহা, দৈনিক ইত্তেফাক পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক হেনা সুলতানা।

আলোচনা শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সাংস্কৃতিক সপ্তাহে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ৯৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় সঙ্গীত, নৃত্য, কবিতা ইত্যাদি পরিবেশন করে শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno