আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৬

নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প এই সংলাপের আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় টাঙ্গাইল পৌরসভার সভাকক্ষে ওই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের সার্ভিস সেন্টার ম্যানেজার মো. শামসুজ্জামান। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno