আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:১৩

নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভার্চুয়াল কোর্ট নয়, নিয়মিত আদালত চালুর দাবিতে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ আইনজীবীরা।

আগামি ১ জুলাই থেকে নিয়মিত আদালত চালুর দাবিতে বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি মীর শামসুল আলম শাহজাদা, আব্দুল বাকী মিয়া, আরফান আলী মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিবলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মার্কেট-গণপরিবহনসহ বিভিন্ন অফিস খোলা হয়েছে। তাহলে কেন আইনজীবীদের নিয়মিত কোর্ট খোলা হবে না।

আগামি ১ জুলাই থেকে নিয়মিত আদালত খোলার দাবি জানান বক্তারা। অন্যথায় ভার্চুয়াল কোর্ট বর্জন করাসহ দুর্বার আন্দোলনের হুশিয়ারি দেন আইনজীবীরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno