আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১১:১৭

‘পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ টাঙ্গাইল শাখা ওই সেমিনারের আয়োজন করে।

গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলী আশরাফ খান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন, সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হুমায়ূন কবীর।

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব অধ্যাপক আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস খুসরুর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান ছিলেন, আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী। বিশেষ মেহমান ছিলেন, মাহবুবিয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ্ব ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরী।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোরশেদ আলম মাসুদের সঞ্চালনায় সেমিনারে অংশ নেন, টাঙ্গাইল এমএম আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহ্বুবুর রহমান, সরকারি সা’দত কলেজের

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল মালেক আনসারী, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান প্রমুখ।

ওই সেমিনারে বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার আরিফ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno