আজ- ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৩:২৩

পিটিআইতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃৃতি পৌর উদ্যানের শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও দেয়ালিকা প্রকাশ করা হয়।


টাঙ্গাইল পিটিআই’র সুপারিনটেনডেণ্ট অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী সুপারিনটেনডেণ্ট নূর মোহাম্মদ, খালেদা আক্তার বানু, ইন্সট্রাক্টর(শারীরিক শিক্ষা) আব্দুল আলীম মিয়া, প্রশিক্ষনার্থী রামকৃষ্ণ সাহা, পারভেজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- প্রশিক্ষানার্থী তানিম আহম্মেদ ও তাহমিনা তাবাসুম মিতু।


পরে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno