আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১:২৫

পিটিসিতে পুলিশের ডিসি ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ১৮তম ডিসি ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সমাপনী কুচকাওয়াজ শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. ময়নুল ইসলাম।

গত বছরের ১ আগস্ট থেকে পুলিশের এক হাজার ৪৭৪ জন প্রশিক্ষণার্থী ১৮তম ডিসি ব্যাচে অংশ নেয়। তাদের মধ্যে এক হাজার ৪৬১জন ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ১০ জনকে সার্টিফিকেট ও ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় ডিআইজি মো. ময়নুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প ২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এর আগে ডিআইজি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম পিপিএম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীপ লুনা, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল) দিপঙ্কর ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno