আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:০০

পুলিশের ভুলে কারাভোগী চাঁন মিয়া জামিনে মুক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরের শুধুমাত্র নামের মিল থাকার কারণে পুলিশের ভুলে কারাভোগী চাঁন মিয়া জামিনে মুক্ত হয়েছেন।

টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট শামসুল আলম রোববার(২৯ নভেম্বর) বিকালে চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক চাঁন মিয়ার স্ত্রীর করা যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত মামলায় পুলিশের ভুলে গ্রেপ্তার হন নিরপরাধ লেপ-তোষকের ব্যবসায়ী চাঁন মিয়া।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মণবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে চাঁন মিয়ার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতে সিআর ১৭০/১৯ নম্বর(যৌতুক নিরোধ আইনের ৩ ধারায়) মামলা দায়ের করেন স্ত্রী ও বাদি জমিলা বেগম।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নামের মিল থাকায় উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কুড়াগাছা গ্রামের জরু শেখের ছেলে ও লেপ-তোষকের ব্যবসায়ী চাঁন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno