আজ- ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১০:২৭

প্যারাডাইসপাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি সভা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইসপাড়া সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সন্ধায় প্যাড়াডাইস পাড়া খালপাড় রোডস্থ শ্রীশ্রী দুর্গা মন্দিরে ওই সাধারণ সভার আয়োজন করা হয়।


প্যাড়াডাইস পাড়া সার্বজনীন পুজা উদযাপন পরিষদের সভাপতি ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের সভাপতিত্বে সভায় বিগত বছরের পুজার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন- সাধারণ সম্পাদক অভিজিৎ গৌড়(গৌতম) ও অভিষেক সাহা( জয়)।


সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- এ বছর প্যারাডাইসপাড়ার দুর্গা পুজার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশসেরা শিল্পী দিয়ে বড় পরিসরে প্রতীমা নির্মাণ করা হবে। একই সাথে আনন্দ শোভাযাত্রা, আলোকসজ্জা, আতশবাজিসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।


সভায় প্যাড়াডাইসপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ডক্টর পিনাকী দে, স্বপন সাহা, সুবোধ পাল, জে সাহা জয়, উত্তম কুমার গৌড়, অনন্ত রায়, কেশব রায়, উৎপল পাল, পিন্টু সাহা, কৌশিক সাহা শঙ্কু, বাদল বাগচী, প্রদীপ শংকর পাল সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।


প্রকাশ, আগামি ৩০ সেপ্টেম্বর সারা দেশে পঞ্চমী পুজার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরু হবে। ৫ অক্টোবর দশমীতে বিসর্জনের মাধ্যমে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno