আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:১৬

প্রশাসনের হস্তক্ষেপে তারুটিয়ার বালু বিক্রি বন্ধ

 

দৃষ্টি নিউজ:

প্রশাসনের হস্তক্ষেপে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়া এলাকার পৌলী নদী থেকে বালু বিক্রি বন্ধ হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকালে থানা পুলিশের হস্তক্ষেপেওই বালু বিক্রি বন্ধ করা হয়।

জানাগেছে, টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়া এলাকায় পৌলী নদী থেকে বেশ কিছুদিন যাবত বালু বিক্রি হচ্ছিল। সম্প্রতি পত্র-পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে টাঙ্গাইল মডেল থানার ওসির নজরে আসে। পরে মঙ্গলবার সকালে ওসির নেতৃত্বে ওই বালু বিক্রি বন্ধ করা হয়।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, পুলিশ প্রশানের উদ্যোগে বালু বিক্রি বন্ধ করে দেয়া হয়। এ সময় নদীতীরে বালু কাটার ভেকু ও পরিবহনের ট্রাক পাওয়া যায়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno