আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:৩০

প্লাস্টিকের বস্তা ব্যবহারে তিন ব্যবসায়ীর জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে চাল ব্যবসায়ীরা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল ব্যবসায়ী আলম মন্ডলকে ১০ হাজার, আ. গফুরকে ১৫ হাজার এবং আরিফুল ইসলামকে ১০ হাজারসহ তিনজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমান আদালতের বিচারক মোছা. ইশরাত জাহান জানান, পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno