আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:০৯

ফনিন্দ্র মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ফনিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার(১৯ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ওই অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অপরাধে ফনিন্দ্র মিষ্টি ভাণ্ডার কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম সৃষ্টি না করাসহ সরকারের নির্দেশাবলী মেনে চলা সকলের নৈতিক দায়িত্ব।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno