আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৪:৩৯

ফার্স্ট ফুডে বেলেল্লেপনা :: ছয় ব্যবসায়ীর কারাদন্ড ॥ চার জনের মুচলেকা

 

‌দৃষ্টি নিউজ:

dristy.tv pic-70
টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়মনসিংহ রোডস্থ সাফী ক্যাফে অ্যান্ড ফার্স্টফুড ও রিলেশন ফার্স্টফুড এ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে চার কিশোর-কিশোরী ও ছয় ব্যবসায়ীকে আটক করে। বুধবার(১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুর-ই-আলম সিদ্দিক এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত চালানো হয়। এ ভ্রাম্যমান আদালত আটককৃতদের মধ্যে ছয় ব্যবসায়ীকে দন্ড বিধির ২৯১ ধারা ও ২০০৬ এর দন্ডবিধির ২৮৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও রিলেশন ফার্স্টফুড থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আটককৃত চার কিশোর-কিশোরীকে অভিভাবকদের মুচলেকা গ্রহণের মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়মনসিংহ রোডস্থ সাফী ক্যাফে অ্যান্ড ফার্স্টফুড ও বিশ্বাস বেতকা সুপারী বাগান এলাকার রিলেশন ফার্স্টফুডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। dristy.tv pic-72এ সময় সাফী ক্যাফে অ্যান্ড ফার্স্টফুডে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে চার কিশোর-কিশোরীকে আটক করা হয়। এ ফার্স্টফুডের কর্মচারি কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের হুমায়ুন তালুকদারের ছেলে লিটন (৩০), একই উপজেলা ও গ্রামের ফজলুর মিয়ার ছেলে সানি (২৩), একই দোকান ও উপজেলার পাইকড়া গ্রামের রায়হানের ছেলে উজ্জল (২৪), আব্দুল বাছেতের ছেলে ছোটনকে(২৫) আটক করা হয়।  এছাড়াও রিলেশন ফার্স্টফুডের স্বত্তাধিকারী শহরের পলাশতলী এলাকার গৌড় চন্দ্র নাগের ছেলে সুমন নাগ (৩২) ও একই এলাকার মরহুম এমএ রৌফ সন্দেস খানের  ছেলে রোজকে (৩৪) শিশু শ্রমিক নিয়োগ দেয়া ও পণ্যের দাম অধিক নেয়ার অপরাধে ২০০৬ এর দন্ডবিধির ২৮৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং নগদ ৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়া আটককৃত চার কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno