আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৩৯

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বার্থায় বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের বার্থায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বার্থা জিয়ান খান (রহ.) জামে মসজিদ ও স্থানীয় মুসল্লিরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে বার্থা জিয়ান খান (রহ.) জামে মসজিদের ইমাম মুফতি মাসউদুর রাহমান মাজেদীর নেতৃত্বে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গালা ও ঘারিন্দা ইউনিয়নের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল খান, আলহাজ আকবর খান, আব্দুল বারেক খান, আব্দুল রহিম খান, মো. কোরআন, আজিজ খান, আরিফ হোসেন, হাফেজ শাকিব খান,

আব্দুল মালেক, শরিফ, রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno