আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ২:০৬

বঙ্গবন্ধুসেতুতে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

 

দৃষ্টি নিউজ:

ঘন কুয়াশার কারণে দীর্ঘ চার ঘণ্টা বঙ্গবন্ধুসেতুতে টোল আদায় বন্ধ রাখার পর সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশার কারণে সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকায় টাঙ্গাইল অংশের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলঅকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমে যাওয়ার পর আবারো টোল আদায় শুরু করে বঙ্গবন্ধুসেতু কর্তৃপক্ষ। ফলে সকাল সাড়ে ১০টার দিকে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। আকস্মিক সৃষ্ট এ যানজটে চরম ভোগান্তির মুখে পরে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ দীর্ঘ চার ঘণ্টা বঙ্গবন্ধুসেতুতে টোল আদায় স্থগিত রাখায় যানচলাচল বন্ধ থাকে। তবে বেলা বাড়ার ফলে কুয়াশা কাটতে শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আবার টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। টোল আদায় অব্যাহত রাখায় সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno