আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৩:২৪

বঙ্গবন্ধুসেতুর গোলচত্ত্বরে ট্রাক থেকে ৭৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ॥ দু’জন গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তের গোলচত্ত্বরের পাশে শনিবার(৮ সেপ্টেম্বর) একটি ট্রাকে অভিযান চালিয়ে ৭৮৮বোতল বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ধাপা শৈলকুড়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মো. জসিম মিয়া(৩৫) ও বরগুনা জেলার আমতলী থানার পচাফুরালিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে মো. রফিক হালদার(৪০)।
র‌্যাব-১২’র সিপিসি-৩ এর টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, ৮ সেপ্টেম্বর একদল র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু পূর্বপ্রান্তের গোলচত্ত্বরের কাছে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে রাখা ৭৮৮বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ৩৪৬ টাকা জব্দ করা হয়। এ সময় বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিল বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চাঁপাই নবাবগঞ্জ হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার নানা স্থানে সরবরাহ করে থাকে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno