আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৩৪

বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে ট্রাক লোড-আনলোডের দাবি

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে ট্রাক লোড-আনলোডের দাবিতে স্থানীয় ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার(২৩ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি যমুনা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় কুলি সর্দার আলী আকবর আকন্দের চাঁদাবাজির কারণে প্রায় এক মাস যাতব ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে।

ফলে প্রায় আড়াইশ’ শ্রমিক ও ট্রাক মালিকরা বেকার হয়ে পড়েছেন। এছাড়া ২০-২৫টি ট্রাক মালিক কিস্তিতে ক্রয় করা ট্রাকের দাম পরিশোধ করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যমুনা শাখা ট্রাক মালিক সমিতির উপদেষ্টা মো. নজরুল ইসলাম তালুকদার, মো. সুলতান ফকির, কোষাধ্যক্ষ হাজী আব্দুল বাছেদ আকন্দ, হাজী আ. রাজ্জাক প্রামাণিক, ট্রাক শ্রমিক লেবু সিকদার, ইমদাদুল হোসেন, মাজেদ আকন্দ প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় কুলির সর্দার আলী আকবর আকন্দ প্রতিমাসে পাঁচ লাখ টাকা ট্রাক মালিক সমিতির কাছে দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তিনি বঙ্গবন্ধুসেতু পূর্বপ্রান্তের খোলা জায়গার লোড-আনলোড বন্ধ করে দিয়েছেন।

তিনি ব্যক্তিস্বার্থে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাথে যোগসাজসে রেলওয়ের জায়গা দখল করে লোড-আনলোড কাজ চালাচ্ছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno