আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৪:৫৭

বঙ্গবন্ধুসেতু-ঢাকা ফাঁকা মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

 

দৃষ্টি নিউজ:

ঈদের ছুটি শেষ হলেও বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অনেকটাই ফাঁকা। রোববার (১৬ মে) সকাল থেকে ঈদের ছুটি শেষে রাজধানী সহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

ফাঁকা মহাসড়কে গাড়ির চাপ ছাড়াই দূরপাল্লার বাসে চেপে কর্মস্থলে যাচ্ছে কর্মজীবীরা।

রোববার দুপুরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে রাবনা ও আশেকপুর বাইপাসে দেখা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাস যাত্রী নিয়ে যাচ্ছে।

এছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ নানা পরিবহনে কর্মস্থলে ফিরছে মানুষ। মহাসড়কের কোথাও যানজটের লেশমাত্র নেই।

কালিয়াকৈর পরিবহনের বাস চালক রফিক জানান, রোববার সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছেন। সরকারিভাবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হলেও পেটের তাগিদেই তিনি বাস চালাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে মহাসড়ক ফাঁকা হওয়ায়ার পর রোববার দুপুর পর্যন্ত যানবাহনের চাপ বাড়েনি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno