আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১১:১৩

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশায় ধীরে চলছে যানবাহন

 

দৃষ্টি নিউজ:

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এর আগে বুধবার(২৯ নভেম্বর) ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে বিভিন্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এদিকে কুয়াশার কারণে ভোর ৫ থেকে বঙ্গবন্ধুসেতু টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়, দেখা দেয় দীর্ঘ যানজট। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমতে থাকলে টোল আদায় পুররায় চালু করা হয়। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। দুপুরের দিকে ধীর গতিতে চলছে যানচলাচল।  
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান জানান, বুধবার ভোর থেকেই ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এছাড়া ভোর ৫টা থেকে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রাখার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কুয়াশা কমার সাথে সাথে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno