আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ২:৪১

বঙ্গবন্ধুসেতু-মহাসড়কে যানজট নেই ॥ থেমে থেমে চলছে যানবাহন

 

দৃষ্টি নিউজ:

Tangail-1-1-800x445
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কোন যানজট নেই। তবে অতিরিক্ত যানবাহন চলাচল করায় টাঙ্গাইল অংশের কয়েকটি পয়েন্টে থেমে থেমে গাড়ি যাতায়াত করছে। শনিবার(২৪ জুন) সকাল থেকে মহাসড়কে গাড়ির প্রচন্ড চাপের কারণে কয়েকটি স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এছাড়া গোড়াই. মির্জাপুর, পাকুল্লা, নাটিয়া পাড়া, করটিয়া, টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা-আশেকপুর, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও লিংক রোড থাকায় মাঝে- মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং বঙ্গবন্ধুসেতু টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতি হওয়ায় টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়। প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করে থাকে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno