আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১০:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৮ বিদেশী নাগরিক করোনায় আক্রান্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কর্মরত ৮ জন বিদেশী নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিদেশী ছাড়াও বাংলাদেশের আরও ৮জন মোট ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে মঙ্গলবার(২৩ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে বিদেশীদের মধ্যে ৬জন জাপানী, একজন নেপালী ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে। এক সাথে ১৬জনের করোনা শনাক্ত হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গরিলাবাড়ির জেটি ঘাট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, নির্মাণাধীন রেল সেতুতে কর্মরত বিদেশী ওই নাগরিকরা এলেঙ্গা রিসোর্ট, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট (যমুনা রিসোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস করতেন। করোনা আক্রান্তের পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কাজ পাওয়া আইএইচআই ইমফা স্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইব্রাহীম হোসেন এ বিষয়ে কোন তথ্য দিতে রাজি হননি।

বাসেক’র বঙ্গবন্ধু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে বিদেশীসহ ১৬ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর তিনি শুনেছেন। তারা এখন আর রিসোর্টে থাকেন না বলেও জানান তিনি।

এছাড়া রেলসেতুর দায়িত্বে থাকা একাধিক কর্তা ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আক্রান্তদের স্পট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে অন্যদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno