আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:৪০

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে থেমে থেমে যানজট, ১১টার পর স্বাভাবিক

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গাস্থ ডরিনপাওয়ার পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ জুলাই) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করে।


পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীরগতি শুরু হয়।

এরমধ্যে মঙ্গলবার(৪ জুলাই) মধ্যরাতে এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় তখন থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে প্রথমে ধীরগাত ও পরে থেমে থেমে যানজট সৃষ্টি হয়।

বুধবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত সেতুর গোলচত্তর থেকে এলেঙ্গার ডরিনপাওয়ার কোম্পানী পর্যন্ত থেমে থেমে যানজট হয়। পুলিশি তৎপরতায় বুধবার ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।


এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদ হাসান জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানো এবং এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় যানজট হয়। বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার পর তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা চালানোয় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno