আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৯:৫৯

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তালগাছ রোপণ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

বজ্রপাতের ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি।

শুক্রবার(২৫ আগস্ট) বিকালে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে জুঁইযুথি ফিলিং স্টেশনের পাশে তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।


তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বেসরকারি পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, ইঞ্জিনিয়ার আবু হানিফ, মো. বুলবুল হোসেন, সেলিম রেজা, বিপ্লব কুমার কর্মকার, কবি শাহ আলম সানি প্রমুখ।

তালগাছ রোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বেসরকারি পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।


প্রকাশ, বজ্রপাতের ঝুঁকি কমাতে বেসরকারি পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশদিয়ে তালগাছ রোপণ কর্মসূচি গ্রহন করা হয়। এ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে মির্জাপুরের সোহাগপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত তালগাছ রোপণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno