আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:১২

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়‌ক ফাঁকা! নেই চিরচেনা জটের রূপ

 

দৃষ্টি নিউজ:

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এবার চিরচেনা সেই যানজটের রূপ দেখা যায়নি। ফলে প‌রিবা‌রের সা‌থে ঈদের আনন্দ ভাগাভা‌গি করার অসীম স্বপ্ন নিয়ে স্বস্তিতে বা‌ড়ি যা‌চ্ছে মানুষ।

ঈদের আগের দিন বুধবার(১০ এপ্রিল) মহাসড়‌কে অন্য সময় তীব্র যানজট হলেও এবার মহাসড়ক ফাঁকা! মহাসড়ক এক প্রকার খাঁ খাঁ করছে। দু-চারটি যানবােনের দেখা মিললেও তা সাঁ সাঁ করে ছুটে চলছে গন্তব্যে।


সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস, নগরজালফৈ বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায় তেমন প‌রিবহন উত্তরবঙ্গের দি‌কে যে‌তে দেখা যায়‌নি। দুই-‌তিনটা ক‌রে প‌রিবহন তীব্রগ‌তি‌ নি‌য়ে চলাচল কর‌ছে। ত‌বে কিছু মানুষ অল্প ভাড়ায় ঝুঁকি নিয়ে খোলা ট্রা‌ক ও পিকআপে বাড়ি ফিরছে।


দুই ঈদে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়‌কে প্রতিবছরই ঈদের আগের রা‌তেও তীব্র যানজট ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। অতিরিক্ত প‌রিবহ‌নের চাপে উত্তরবঙ্গে যাত্র ছিল ভোগান্তির। ফলে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যদের মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক রাখতে হিমশিম খেতে হতো। মিডিয়া কর্মীরাও তৎপর থাকতেন রাতদিন। এবার বাসেক, জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক-শ্রসিক সংগঠন সহ সংশ্লিষ্টরা সম্মিলিত নানা পদক্ষেপ গ্রহণ করায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।


ত‌বে মঙ্গলবার(৯ এপ্রিল) উত্তরব‌ঙ্গের ঘরমুখো মানু‌ষদের ভোগা‌ন্তি‌ পোহাতে হয়। বঙ্গবন্ধু সেতুর ওপর ১১টি যানবাহন বিকল হওয়ায় যাত্রী-চালকদের মহাসড়‌কে যানজ‌টের কব‌লে প‌ড়তে হয়। প‌রে বঙ্গবন্ধু সেতু‌র প‌শ্চিম টোলপ্লাজা বন্ধ রে‌খে সেতু‌তে একমুখী(উত্তরব‌ঙ্গের দি‌কে) প‌রিবহনগু‌লো ছে‌ড়ে দেওয়ায় মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ক‌মে‌ গিয়েছিল। মঙ্গলবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত পরপর দুইবার দুই ঘণ্টা ক‌রে প‌শ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী লেন বন্ধ রাখে কর্তৃপক্ষ।


মহাসড়কে দায়িত্বরত এক পু‌লিশ সদস্য জা‌নান, বুধবা‌রে ঈদ হ‌বে এই টা‌র্গেটে এবং সকল প্রতিষ্ঠান আগেই ছু‌টি হ‌য়ে যাওয়ায় মানুষ আগে থে‌কেই বা‌ড়ি‌তে যাওয়া শুরু ক‌রে‌ছিল। ত‌বে মঙ্গলবার গা‌র্মেন্টসের লোকজনসহ অন্যরা এক সা‌থে রওনা হওয়ায় মহাসড়কে চাপ বে‌ড়ে‌ছিল। ত‌বে আজ‌ বুধবার তেমন মানুষ বা‌ড়ি যাওয়ার নেই। যারা যাওয়ার তারা চ‌লে গে‌ছে। ফ‌লে মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। মহাসড়ক এক প্রকার ফাঁকাই বলা যায়।


বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ(ও‌সি) আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। উত্তরবঙ্গগামী মানুষজন স্বস্তিতে বাড়ি ফিরছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno