আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:৪৮

বাংলা ড্রেজার সৃষ্ট গভীর পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীতে পড়ে লামিয়া(৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া মহেলা গ্রামের আব্দুল লতিফের মেয়ে এবং মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। শুক্রবার (৪ মার্চ) বিকালে পৌলী নদীর মহেলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকার কাউন্সিল আব্দুল বারেক জানান, নদী খনন কাজের কথা বলে পৌলী নদীতে প্রভাবশালীরা ১২টি বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন।

সেখানে ওই শিশু গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পরে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজ রহমান জানান, মহেলা এলাকায় পৌলী নদীতে দাদীর সাথে তিন শিশু গোসল করতে যায়। পাশেই বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।

বালু উত্তোলনের ফলে সেখানে গভীরতার সৃষ্টি হয়। এতে শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno