আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৮:০১

বাসাইলে মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মে) বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


ঠিকানা’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এজেডএম সাদেতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের এক হাজার দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পঞ্চম দফায় ৩৫ পরিবারের মাঝে ওই ছাগল বিতরণ করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল।


অনুষ্ঠানে ছাগল ছাড়াও একাধিক অসহায় ব্যক্তির মাঝে নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno