আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:১৭

বাসাইলে মা সমবেশ ও কৃতি ছাত্রীদের বৃত্তি প্রদান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মা সমবেশ ও কৃতি ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে বাসাইলের দাপনাজোর গ্রামে মার্থা লিন্ডষ্ট্রম-নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০জন ছাত্রীর হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক মাহমুদ কামাল প্রমুখ।

প্রধান অতিথি মায়েদের উদ্দেশে বলেন, কৃতি সন্তানের জন্যে সবচেয়ে গর্বিত হন মা। এ কারণে মায়েদের রত্নগর্ভা বলা হয়ে থাকে। সন্তানকে সুশিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের অবদান সবচেয়ে বেশি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno