আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:১১

বাসাইল পৌরসভার নির্বাচন স্থগিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার আসন্ন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার(১২ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের এই আদেশ দেন। ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
প্রকাশ, গত ২ এপ্রিল বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুয়ায়ী আগামি ১৫ মে ভোট গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এ বিষয়ে বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান জানান, তিনি প্রায় দেড় মাস আগে সীমান্ত সংক্রান্ত, ভোটার তালিকা জটিলতা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্র্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোট নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno