আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৪৩

বাসাইল পৌরসভায় মেয়র পদে গামছার প্রার্থী টিপু নির্বাচিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম আহমেদের চেয়ে ১২১ ভোট বেশি পেয়ে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী মো. রাহাত হাসান টিপু নির্বাচিত হয়েছেন।

বুধবার(২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন ও গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান উপজেলা পরিষদের হলরুম থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


নির্বাচনে বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. রাহাত হাসান টিপু গামছা প্রতীকে ৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। অপর প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি মো. এনামুল করিম মিঞা ওরফে অটল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।


এরআগে বুধবার সকাল ৮টায় ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ চলাকালে ছোট খাট বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৭৫ শতাংশ। এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। এছাড়া একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ, দুই প্লাটুন বিজিবি এবং তিনটি র‌্যাবের টিম দায়িত্ব পালন করেন।


প্রকাশ, ২০১১ সালে বাসাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে এ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ মেয়র নির্বাচিত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno