আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:২২

বিকল টাঙ্গাইল কমিউটার ট্রেন মেরামত করায় যোগাযোগ সচল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের করটিয়া এলাকায় বিকল হওয়া ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধার করে টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করে। এর আগে সকাল ৭টা ২০ মিনিটে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ সহ বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ জানান, বৃহস্পতিবার সকালে ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়। পথে সোনালিয়া নামক স্থানে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে খবর দেওয়া হলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নিয়ে যাচ্ছে। প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হলো। ফলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno