আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:৩২

বিডি ক্লিন- টাঙ্গাইলের পরিচ্ছন্নতা ক্যাম্পিং শুরু

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-টাঙ্গাইলের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং শুরু হয়েছে। শুক্রবার(২২ ডিসেম্বর) বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শপথ গ্রহনের মাধ্যমে নিড়ালার মোড়ে ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মামুন ও কাউন্সিলর উল্কা বেগম ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেতু-সংস্থা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান(অডিট ও মনিটরিং) মো. আনিছুর রহমান, পৌরসভার ইন্সট্রাকটর আনিসুর রহমান, প্রিয় টাঙ্গাইল জেলা(ফেসবুক) গ্রুপের চাঁদ সুলতানা, মীর শামীমুল।
ক্যাম্পিংয়ের প্রথম দিনে শহরের নিড়ালার মোড় থেকে কালীবাড়ী, ক্লাব রোড ও শহীদ স্মৃতি পৌর উদ্যান পরিস্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পথচারি ও ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা ফেলায় সচেতন করা হয়।
বিডি ক্লিন-টাঙ্গাইলের জেলা সমন্বয়কারী মো. আতিক উল্লাহ জানান, শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং একটি চলমান উদ্যোগ। বিডি ক্লিন-টাঙ্গাইল সারা বছরই প্রতি শুক্রবারে শহরের বিভিন্ন স্থানে এই ক্যাম্পিং অব্যাহত রাখবে। বিডি ক্লিনের ৬০ জন কর্মী ক্যাম্পিংয়ে নিয়মিত অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno