আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৩:৫১

বিবি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।


উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‌্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ইত্যাদি।


সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. আ. রাজ্জাক মিয়া, মো. মুজিবর আল মামুন, খন্দকার মোস্তাফিজুর রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী ইফতি হাসান রাজ, আদিত্য সাহা, নবম শ্রেণির শিক্ষার্থী কামরুজ্জামান আপন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক আ ন ম বজলুর রহমান।


পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno