আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:২৭

বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুছা চৌধুরী আর নেই

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মওলানা ভাসানীর প্রিয় কর্মী বীরমুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার মুছা চৌধুরী শুক্রবার(৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। শুক্রবার তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার নিজ বাসা থেকে ভূঞাপুরের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার(৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুরে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
আলহাজ খন্দকার মুছা চৌধুরী মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার ছিলেন। তিনি মূলত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। মওলানা ভাসানী তাকে খুব আদর করতেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno