আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:৫৮

বেশি দামে সিগারেট বিক্রি করায় পুলিশের সতর্কবার্তা!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেনসন অ্যান্ড হেজেস ও জনপ্লেয়ার গোল্ডলিফ সিগারেট বিক্রির অভিযোগে কয়েকজন দোকানদারকে সতর্ক করেছে টাঙ্গাইল থানা পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইল সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে সিগারেট বিক্রেতাকে এ বিষয়ে সতর্ক করে দেয়।

এ সময় টাঙ্গাইল শহরের পার্ক বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠ, পুরাতন বাসস্ট্যান্ড, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট, করটিয়া সা’দত কলেজ গেট, নিরালা মোড়, রাবনা বাইপাস এলাকা সহ বেশ কয়েকটি জায়গার দোকানে গিয়ে বিক্রেতাদেরকে বেশি দামে সিগারেট বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দেন।

অন্যথায় পরবর্তী সময়ে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সর্তক করেন তারা।

প্রকাশ, বহুজাতিক কোম্পানীর বেনসন অ্যান্ড হেজেস এবং জনপ্লেয়ার গোল্ডলিফ সিগারেট কতিপয় অসাধু বিক্রেতা প্যাকেটের গায়ে মূদ্রিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছিল।

এ বিষয়ে ভোক্তারা জাতীয় বাজেট উপস্থাপনের আগে ও পরে এ বিষয়ে অভিযোগ দিয়ে আসছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার সিগারেট বিক্রেতা ও দোকান মালিককে সতর্ক করে পুলিশ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno