আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:০৯

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের একযোগে জাতীয়করণ, ননএমপিওভ‚ক্তকরণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ৬% পূণর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকুরি জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটি। বুধবার(১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে অধ্যাপক একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তরুণ ইউসুফ, অধ্যাপক এসএম মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, সোরহাব, মাসুদ, মিজানুর রহমান, আব্দুল লতিফ, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম শাহিন, শান্ত, শাহজাহান কবির, আলমগীর হোসেন, হযরত আলী, পুলিশ লাইন্স্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, হাসান আলী, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল বাছেদ, আনিছুর রহমান, আব্দুল আলী আকন্দ, আবুল কালাম প্রমুখ।

মানববন্ধনে জেলা উপজেলা পর্যায়ের শিক্ষক ও কর্মচারীরা।এ সময় বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno