আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:১৩

বৈরান নদীর মাটি বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা

 

ধনবাড়ী প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উজেলার পাইস্কা ইউনিয়নের বেড়িপটল এলাকার বৈরান নদী রক্ষা বাঁধের দু’পাশের মাটি অবৈধভাবে কেটে বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(২৪ এপ্রিল) বিকালে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ধনবাড়ী পৌরসভার ছত্রপুর এলাকার মো. ফলজ হোসেনের ছেলে মো. আসাদ হোসেন(২২) ও একই এলাকার মৃত আ. করিমের ছেলে মো. রঞ্জু মিয়া(২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বৈরান নদী রক্ষা বাঁধের দু’পাশের মাটি বিক্রি করছিল। অভিযোগ পেয়ে সরেজমিনে নদী রক্ষা বাঁধের মাটি কাটার সময় সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা মোবাইল কোর্টের আইন ২০০৯ এর ৭ (২) ধারা মোতাবেক তাদের দু’জনকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায় ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno