আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৩০

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগে সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে ‘সমসাময়িক পরিবেশগত সমস্যা ঃ বাংলাদেশ ও বৈশ্বিক উদ্বেগ’(Contemporary Environmental Issues : Bangladesh and Global Concerns) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সম্মেলন কক্ষে সোমবার(১৬ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন- থাইল্যান্ডের এশিয়ান ইনিস্টিউট অব টেকনোলজির ইমেরিটাস প্রফেসর ডক্টর এটিএম নুরুল আমিন।


বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এএসএম সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. উমর ফারুক।


সেমিনারে ইএসআরএম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno