আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৯:০২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার বহিস্কার দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তুহিন ইসলাম স্বার্থকের বহিস্কার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

আন্দোলনকারীরা জানায়, সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন মিয়া ও লিজা আক্তার ক্যাফেটেরিয়ায় খাবার খাচ্ছিল। এ সময় তুহিন ইসলাম স্বার্থক তার বান্ধবী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়াকে নিয়ে তাদের খাবারের টেবিলে বসতে চায়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বার্থক ক্ষুব্ধ হয়ে সুমনকে চড়-থাপ্পর দেয়। সুমন পাল্টা আক্রমন করতে গেলে স্বার্থক ছুরিকাঘাত করার চেষ্টা করে।

ওইদিন বিকাল সাড়ে চারটায় বিশ^বিদ্যালয়ের প্রক্টর অফিসে সুমন ও তার বন্ধুরা লিখিত অভিযোগ দেয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রক্টর অফিসের কোন সিদ্ধান্ত না পাওয়ায় তারা প্রসাশনিক ভবনের সামনে অবস্থান নেয়।

তারা আরও জানায়, প্রক্টর অফিসে ক্যাফেটেরিয়ার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। স্বার্থকের বহিস্কার আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ প্রসঙ্গে ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno