আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৩:৪৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ এর সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশসায়েন্স বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, তথ্য কমিশনের গবেষণা-প্রকাশনা ও প্রশিক্ষণের পরিচালক ড. মো. আব্দুল হামিদ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ।
ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno