আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৫:৩০

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার দেয়া দুইটি গাড়ির উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেয়া নতুন দুইটি গাড়ি(বাস) উদ্বোধন করা হয়েছে। রোববার(১ ডিসেম্বর) সকালে প্রসাশনিক ভবনের সামনে ফিতা কেটে গাড়ি দুটির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

বাস দুটি উদ্বোধন করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন সকলের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দেয়া উপহার যতœ সহকারে ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরিবহন পরিচালক ও মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরআগে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেণ্টারে প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno